শ্বশুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো গণধর জামাই সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের কাশিয়াডাঙা হাটপাড়ায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম তানজিল শেখ(৫৫)। তাঁর বাড়ি সূতি থানার খাঁপুর গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। সূতির খাপুরের সামিয়ারা খাতুনের সঙ্গে রঘুনাথগঞ্জের হাটপাড়ার আমিরুল শেখের বছর দেড়েক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামিয়ারার সঙ্গে অশান্তি শুরু হয়। পণের দাবিতে অত্যাচার করতো শ্বশুর বাড়ি লোকজন। ইদানিং শ্বশুর বাড়িতে গর্ভবতী মেয়ের চিকিৎসা হচ্ছিল না। খবর পেয়ে মেয়েকে রঘুনাথগঞ্জে শ্বশুর বাড়িতে নিতে যান বাবা তানজিল সাহেব। শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে পাঠাতে রাজি হয়নি। তা নিয়েই জামাই শ্বশুরের মধ্যে গন্ডগোল বাধে। তখনই শ্বশুর কে রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুইজনকে আটক করেছে পুলিশ।
রড দিয়ে পিটিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে! কাশিয়াডাঙা হাটপাড়ায় চাঞ্চল্য
By Editor Desk
Published On: November 1, 2025 2:37 pm
