Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

About Us

জঙ্গিপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা এক নতুন ডিজিটাল সংবাদযাত্রার সূচনা করেছি — মানুষের কণ্ঠ, মানুষের খবর পৌঁছে দিতে। জঙ্গিপুর নিউজ পোর্টাল শুধু একটি অনলাইন সংবাদমাধ্যম নয়, এটি জঙ্গিপুর ও আশপাশের মানুষের জীবন, সংস্কৃতি ও সমাজের প্রতিচ্ছবি।

আমাদের লক্ষ্য সহজ — সত্য, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা। রাজ্য, দেশ, জেলা, খেলা, বিনোদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বশেষ খবর, বিশ্লেষণ ও প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরি দ্রুত ও দায়িত্বশীলভাবে।

আমরা বিশ্বাস করি, খবর শুধু তথ্য নয় — এটি সচেতনতার হাতিয়ার। তাই প্রতিটি সংবাদ পরিবেশনের সময় আমরা স্থানীয় দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিই, যাতে জঙ্গিপুরের মানুষ তাদের চারপাশের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ও গভীর ধারণা পান।

জঙ্গিপুর নিউজ পোর্টাল-এর প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ নির্ভরযোগ্য সাংবাদিকতা ও জনগণের আস্থা অর্জনে। আমরা চাই, আপনারা আমাদের পাঠক নন, আমাদের সহযাত্রী হোন — এই সত্য অনুসন্ধানের পথে।