Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

জল-যন্ত্রণা! আন্ডারপাস বন্ধ, রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিমতিতার তিন শিশুর মর্মান্তিক মৃত্য

জল জমে বন্ধ আন্ডারপাস, নিমতিতার নতুন শিবনগরে রেললাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় তিন বালকের মর্মান্তিক মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য সামসেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর রেললাইনে ঘটলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজন কিশোরের। আরেকজন এখনো নিখোঁজ। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই রেললাইনের উপর দিয়েই যাতায়াত করছিলেন গ্রামবাসীরা। শনিবার দুপুরে ছোট ছোট তিন বালক ওই রেললাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে। আচমকা পরিস্থিতিতে তারা কিছুই বুঝে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, এবং এক শিশু নিখোঁজ বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও সামসেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ট্রেনে ধাক্কায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বেশ কয়েকদিন থেকে আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেললাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হওয়া শিশুদের নাম জিসান শেখ, রিহাত শেখ এবং আরিয়ান শেখ। ঘটনায় নতুন শিবনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।