এনটিপিসি মোড়ে চলন্ত বাইকে ধোঁয়া, দাড় করতেই মুহূর্তেই লেগে গেলো ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক বুধবার সকাল সকাল ফরাক্কা থানার অন্তর্গত এনটিপিসি মোড়ে জাতীয় সড়ক ১২ নম্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত বাইকে আচমকাই ধোঁয়া এবং তা থেকে আগুন লেগে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, মালদার চাঁচল ব্লকের বিডিও অফিসের কর্মী অমিয় মণ্ডল। বুধবার সকালে নিজের বাইকে করে চাঁচল থেকে ফরাক্কার ব্রাহ্মণগ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। সকাল সকাল এনটিপিসি মোড়ের কাছে আসতেই তিনি দেখতে পান বাইকের ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া উঠছে। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত রাস্তার পাশে বাইক থামানোর চেষ্টা করেন। বাইক থামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই বাইকটি মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। অমিয়বাবু কোনরকমে সেখান থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। মুহূর্তের মধ্যেই আগুনে ঘিরে যায় গোটা গাড়িটি। ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “সবটা ঘটেছে কয়েক সেকেন্ডে। ধোঁয়া উঠতে দেখেই বাইক থামানোর চেষ্টা করেছিলেন তিনি। বাইক কোনরকমে থামতেই মুহূর্তেই আগুন লেগে যায়। এত দ্রুত এবং এভাবে চলন্ত বাইকেই আগুনের ঘটনায সবাই হতবাক।”সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘিরে এনটিপিসি মোড়ে চাঞ্চল্য ছড়াই। যদিও ভাগ্য ভালো, চালক অমিয় মণ্ডল প্রাণে রক্ষা পেয়েছেন।
কয়েক সেকেন্ডেই খেল খতম! ধোঁয়া থেকে দাউ দাউ আগুন, চলন্ত বাইক থেকে নেমে প্রাণে বাঁচলেন ব্যক্তি
By Editor Desk
Updated On: November 5, 2025 2:35 pm
