মাঠে কার দখলে, দন্দ জঙ্গিপুরে। ম্যাকেঞ্জি মাঠ রঘুনাথগঞ্জ শহরের একমাত্র খেলার জায়গা।জঙ্গিপুরের এসডিও ম্যাকেঞ্জি সাহেবের নাম অনুসারে এই মাঠের নামকরণ হয়। বর্তমানে রঘুনাথগঞ্জ হাইস্কুল ও জঙ্গিপুর হাই স্কুলের মালিকাধিন রয়েছে এই মাঠ।কিন্তু এই মাঠ আজ দখলের মুখে। রঘুনাথগঞ্জের কিছু প্রোমোটার এই মাঠ দখল করে নিয়েছে বলে অভিযোগ। সেই মাঠের দখলদার মুক্ত করতেই আজ মাফ শুরু করেছে রঘুনাথগঞ্জ হাই স্কুল জঙ্গিপুর হাই স্কুল এবং পৌরসভার আধিকারিকেরা। তাদের দাবি কোন অংশ কার এবং এই মাঠকে জঞ্জালমুক্ত গ্যারেজ মুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মাঠের বিভিন্ন রকম ইতিহাস নিয়ে আলোকপাত করছেন, তেমনি অংশদারি নিয়ম প্রশ্ন উঠছে। আজ এই মাঠ দখলের মুখে। শহরের একমাত্র এই খেলার জায়গা আজকে প্রোমোটারদের দখলে চলে যাচ্ছিল, সেখান থেকেই রক্ষা করতে কুল এর প্রধান শিক্ষক সহ শহরের কিছু মানুষজন মাপ যোগ শুরু করেছে সকালবেলা থেকেই। চলছে মাপজোপ।
ম্যাকেঞ্জি মাঠের দখল নিয়ে দ্বন্দ্ব, পরিমাপ শুরু জঙ্গিপুরে !!
By Editor Desk
Updated On: November 5, 2025 2:34 pm
