জঙ্গিপুর: প্রেমিক বিয়ে করতে রাজি হয়নি। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতে আত্মঘাতী হন একাদশ শ্রেণির ছাত্রী। সোমবার রাতে ঘটনায় রঘুনাথগঞ্জের সিদ্ধিকালীতে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম পুজা মাল(১৮)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার জামুয়ার পঞ্চায়েতের সিদ্ধিকালী গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। যুবতী স্থানীয় বারালা হাইস্কুলের ছাত্রী ছিলেন। যুবতী তার প্রেমিককে বিয়ের প্রস্তাব দেয়। বিয়েতে রাজি হয়নি প্রেমিক। তারপরেই এমন সিদ্ধান্ত নেয়। যুবতীর সঙ্গে প্রতারণা করায় তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে পরিবারের সদস্যরা। তার শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী ও। ঘটনার পর এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে যুবক।
এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের হলে অভিযুক্ত যুবককে বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।জানা গিয়েছে, বছর তিনেক আগে সাগরদিঘি থানার মোরগ্রামের পেশায় রাজমিস্ত্রি এক যুবকের সঙ্গে যুবতীর পরিচয় হয়। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ও গড়ে ওঠে। বিগত তিনবছরে তাদের সম্পর্ক গভীর ও হয়। নিয়মিত তাদের ফোন মারফত যোগাযোগ হতো। গভীর রাত পর্যন্ত ফোনে তারা কথাও বলতো। সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি ও হয়। যুবতী বেশ কিছুদিন থেকে প্রেমিককে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব নাকচ করে দেয় প্রেমিক। তারপর থেকেই যুবতী হতাশাগ্রস্ত হলে পড়ে। পরিবারের সদস্যরা যুবতীকে অনেক বুঝিয়েছেন। তাতেও লাভ হয়নি। ঘরনার দিন সন্ধ্যায় যুবতী তার প্রেমিককে ভিডিও কল করে আত্মঘাতী হওয়ার বিষয়টি জানায়। কিছুটা দূরে মোবাইলে ভিডিও কল চালু রেখেই আত্মঘাতী হয় বলে মৃতার পরিবারের সদস্যদের দাবি। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসলে যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়েই এলাকা ছেড়ে পালিয়ে যায় যুবক।জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গের সামনে বসে মৃতার জেঠু সুদেব মাল বলেন, মেয়েকে আমরা বুঝিয়েছি প্রয়োজনে ছেলের পরিবারের সঙ্গে কথা বলবো কথা দিয়েছিলাম। ভাইঝির সঙ্গে ও প্রতারণা করেছে। ওর শান্তি হওয়া উচিত।
বিয়ের প্রস্তাবে রাজি হননি প্রেমিক, ভিডিও কল চালু রেখেই আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী!
By Editor Desk
Published On: November 5, 2025 2:37 pm
