Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

পরিদর্শনে জেলাশাসক-সাংসদ, তবুও ক্ষোভ থামল না! জঙ্গিপুর হাসপাতালে ওষুধ নেই, দুর্ব্যবহারের অভিযোগ

ক্ষোভ জঙ্গিপুর হাসপাতালে। জঙ্গিপুর হাসপাতালে পরিদর্শনে জেলা আধিকেরা। জেলাশাসক সহ স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রতিনিধিরা। উপস্তিতি সংসদ বিধায়ক সকলেই।এরই মধ্যে অভিযোগ উঠছে পাওয়া যায় না ওষুধ ন্যূনতম পরিষেবা টুকু, টিচার ছাড়াই নিয়ে যেতে হচ্ছে বাচ্চাদের। এরই মধ্যে অভিযোগ উঠছে চরা দামে ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে, সুচ থেকে সবই অমিল হাসপাতালে। তার ওপর জুটছে কাজ তো কর্মীদের দুর্ব্যবহার, যে সমস্ত রোগীরা পয়সা দিতে পারছে তারা পাচ্ছে পরিষেবা, বাকিদের জুটছে দুর্ব্যবহার। এরমধ্যে সুপার স্পেশালিটি হসপিটালে মেইন দরজা বন্ধ। ঘুরতে আসতে হচ্ছে রোগীর আম্বুলান্স কে।