স্ট্যাম্প পেপারের আকাল। বারছে কালো বাজারি।
জঙ্গিপুর রেজিস্ট্রি অফিসে মিলছে না দশ, কুড়ি,একশো টাকার স্ট্যাম্প। এই স্ট্যাম্প পেপার কিনতে মানুষের হিমশিম খেতে হচ্ছে জমি জায়গা কেনা বেচা থেকে শুরু করেবিভিন্ন কাজে ব্যবহার হয়ে স্ট্যাম্প পেপার। কুড়ি টাকা দশ টাকা ও ১০০ টাকার স্ট্যাম্প পেপার স্ট্যাম্প ভেন্ডারদের কাছে না থাকায় কালোবাজারি করছে এ স্টাম। সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে মহকুমা শাসকের অফিসের পাশেই, ও মহকুমা রেজিস্ট্রি আধিকারিক তার অফিসের পাশেই দেদার বিকচ্ছে ব্ল্যাকলিস্ট স্ট্যাম্প পেপার। ১০০ টাকার স্ট্যাম্প পেপার চেয়ে ৫০০ টাকায়, দশ টাকা ও কুড়ি টাকার স্ট্যাম্প পেপার বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রশাসন সমস্ত কিছু জেনেও অন্ধকারে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দেদার ভাবে বিকচ্ছে ব্ল্যাকে স্ট্যাম্প পেপার। যদিও ভেন্ডার দের দাবি চাহিদা মত স্ট্যাম্প পেপার তাদের দেওয়া হচ্ছে না।তবে বিভিন্ন মহলের অভিযোগ উঠছে ভ্যান্ডাদের দাবি মত যদি দেওয়া না হয় তাহলে ব্ল্যাকে কিভাবে স্টাম্প এবার বাজারে আসছে। অনেকে তো পুরনো ইতিহাস ঘেঁটে ভারতবর্ষের সেই বিখ্যাত স্ট্যাম্প কেলেঙ্কারির কথাকেই মনে করিয়ে দিচ্ছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনরকম কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কালোবাজারে বিকোচ্ছে স্ট্যাম্প পেপার! প্রশাসনের নাকের ডগায় চলছে দুর্নীতি, নিষ্ক্রিয় ভূমিকায় কর্তৃপক্ষ
By Editor Desk
Published On: November 7, 2025 3:55 pm
