Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

‘মশারিতে আটকে তৃণমূল’! ডেঙ্গু মোকাবিলায় মশারি বিলি নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ

মশারিতে আটকে তৃণমূল। বিধানসভা ভোটের আগে জনসংযোগ মজবুত করতে তৃণমূলের হাতিয়ার মশারি। জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালনে মশারি ঈদ অনুষ্ঠান রবীন্দ্রভবনে। উদ্যোক্তাদের দাবি ডেঙ্গুর হাট থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই এই মশারি বিলি। কিন্তু বিরোধীরা কটাক্ষ করে বলছেন তৃণমূলের বর্তমান যে অবস্থা অন্তর কলহ যেমন নিজের আটকে আছে সেই মশারির জালেই আটকে পড়ছে সবাই। দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই যেমন মশারির ফাঁস বলে কথা করছে বিরোধীরা। যদি অনুষ্ঠানে খলিলুর রহমান কানাই চন্দ্র মন্ডল এর দাবি তৃণমূল সবসময় মানুষের পাশে রয়েছে এবং মানুষকে রক্ষা করাই তাদের প্রধান কর্তব্য তাই ডেঙ্গুর হাত থেকে মানুষকে বাঁচাতে এই মশারি বিলি।