কন্টেনারে করে গাঁজা নিয়ে যাবার সময় পুলিশ হাতে ধরা পড়লো এক চালক, গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গতকাল নিউ ফরাক্কা নাকা চেকিং এর সময় একটি কন্টেনার কোচবিহারে থেকে কোলকাতা যাবার সময় গোপন সুত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা সহ এক চালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতের নাম মিঠুন দোলুই (৩৪), বড়ি সাগরদীঘি এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম নিউ ফরাক্কায় নাকা চেকিং চালায়। গোপন সুত্রে খবর পেয়ে একটি কন্টেনার আটক করে পুলিশ। কন্টেনারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৬৮ কেজি গাঁজা। তারপর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান গাঁজা গুলোর আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ টাকা। কন্টেনারটি শিলিগুড়ি থেকে কোলকাতা দিকে যাচ্ছিল বলে জানাযায়। বাজেয়াপ্ত কন্টেনার। ধৃত চালককে আজ সাত দিনের পুলিশ হেপাজত অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। গাঁজা গুলো কোথায় থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
কোচবিহার থেকে কলকাতায় যাচ্ছিল! নিউ ফরাক্কায় আটক কন্টেনার, উদ্ধার ১৫ লক্ষ টাকার গাঁজা
By Editor Desk
Published On: November 13, 2025 3:01 pm
