এশিয়ার মুক্তি সূর্য শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আগামী ৩১শে অক্টোবর রঘুনাথগঞ্জ ১নং ব্লক যুব কংগ্রেসের উদ্দ্যোগে জঙ্গীপুর টাউন ক্লাব হলে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় । রক্তদান করেন যুব কংগ্রেস সভাপতি রাকেশ বিশ্বাস, সভাপতি জামিরুল ইসলাম সহ মোট ৫৬জন রক্ত দান করেন। এদিন বেবী বিবি ও সুফিয়া বিবি রক্ত দেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি মহ: তহিদুল রহমান, বিশেষ অতিথি মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দল নেতা মহ: আব্দুল্লাইল কফি সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোহন মাহাতো । টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো বলেন, রক্তদান একটি সামাজিক কর্মসূচি। রক্তের অভাবে অনেক মূমুর্ষ রুগীর মৃত্যু ঘটে। হাসপাতালে এখনও রক্তের অভাব রয়েছে। রক্তদান একটি মহতী উদ্যোগ। যুবকরাই এই অভাব মিটাতে পারে।
ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রঘুনাথগঞ্জে যুব কংগ্রেসের রক্তদান শিবির, অংশ নিলেন ৫৬ জন
By Web Desk
Published On: October 31, 2025 12:11 pm
