আগুন জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিধ্যাপাড়াই একটি বাড়িতে আগুন লেগে যায়। বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। সরু গলি হওয়ার জন্য কল এলাকায় ঢুকতে পারেনি। রামের এলাকা বিশেষ করে মহিলাদের উদ্যোগেই আগুন নিয়ন্ত্রণে আসে।আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। বারবার প্রশ্ন উঠছে দমকল হওয়া সত্ত্বেও ছোট গলি এলাকায় দমকলের গাড়ি প্রবেশ করতে পারছে না। খুব বাড়ছে সাধারণ মানুষের মনে। অভিযোগ উঠছে দমকলে জঙ্গিপুর দমকলে মোটর বাইক রয়েছে কিন্তু তারাও ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।
জঙ্গিপুর দমকলের পরিষেবা নিয়ে প্রশ্ন! মোটর বাইক ইউনিট থাকা সত্ত্বেও কেন পৌঁছাল না, আগুন আতঙ্ক!!
By Editor Desk
Published On: November 5, 2025 2:41 pm
