সামসেরগঞ্জে SIR প্রস্তুতিতে জোর তৎপরতা। বাড়ি বাড়ি গিয়ে এনুমেরাসন ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল অফিসার (BLO) রা। মঙ্গলবার দুপুরে ফর্ম হাতে পাওয়ার পরই আপন আপন বিদ্যালয়ের বুথে তাঁরা দ্রুত সর্টিংয়ের কাজ সম্পন্ন করেছেন। এরপর থেকেই শুরু হয়েছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পর্ব। প্রতিটি বুথ এলাকায় BLO রা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সব ভোটারদের কাছে ফর্ম পৌঁছে যায়। সূত্রের খবর, সামসেরগঞ্জের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার থেকে এই কাজের সূচনা হলেও বুধবার ছুটির দিনেও থেমে থাকেননি শিক্ষক তথা BLO রা। সকাল থেকেই তাঁরা নিজ নিজ বুথ এলাকায় ঘুরে ফর্ম বিতরণে ব্যস্ত রয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, নির্ভুলভাবে ভোটার তালিকা সংশোধনের জন্য এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামশেরগঞ্জ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কাজ সুস্থ ও শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন BLO দের। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিয়মিতভাবে নজর রাখছেন যাতে কোনো অনিয়ম না ঘটে। সবমিলিয়ে আসন্ন ভোটের আগে এনুমেরাসন প্রক্রিয়াকে ঘিরে এলাকায় এক কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রতিটি বুথে ৩০০ করে এনুমেরাসন ফর্ম এসে পৌঁছেছে। বাকি গুলো খুব শীঘ্রই পৌঁছে BLO দের হাতে তুলে দেওয়া হবে এবং তারপরেই বিতরণ করা হবে। SIR নিয়ে কোনরকম আতঙ্ক নয়, স্থানীয় BLO দের সঙ্গে যোগাযোগ রাখুন, নিশ্চিন্তে থাকুন। তাড়াহুড়া করবেন না, সঠিক সময়েই আপনার দুয়ারে পৌঁছে যাবেন BLO গণ। এদিকে ফর্ম বিলি করতে এবং মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য BLO দের সহযোগিতা করতে বিভিন্ন রাজনৈতিক দলের BLA গণও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। বুধবার সামসেরগঞ্জের চাচন্ড পঞ্চায়েত এলাকার ২১১ নম্বর বুথ সহ ব্লকের বিভিন্ন বুথেও একই চিত্র লক্ষ করা যাচ্ছে।
সামসেরগঞ্জে শুরু SIR-এর তোড়জোড়! বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম বিলি করছেন BLO-রা, সহযোগিতা করছে রাজনৈতিক দলও
By Editor Desk
Published On: November 5, 2025 2:45 pm
