Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

বিশাল সাফল্য! রতনপুর থেকে উদ্ধার ৩০৫টি চোরাই মোবাইল

গতকাল সূত্রের তথ্যের ভিত্তিতে সামশেরগঞ্জ থানা রতনপুর সার্কাস মাঠের নতুন হিজলতলার বাসিন্দা আকিল শেখ (৩০) এর বাড়িতে অভিযান চালিয়েছে এবং বৈরাটিপাড়া থানার দেওয়ানাপুর থানার বৈষ্ণবনগর থানার এবাদুল শেখ (৩৫) এর ছেলে লেফটেন্যান্ট ফয়জুদ্দিনকে আটক করেছে। তল্লাশি চালিয়ে মোট ৩০৫টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ৭ দিনের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।