Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

জঙ্গিপুর: রেজিষ্ট্রেশন ফি কমানোর দাবিতে সিটু-র ডাকে টোটো চালকদের বিক্ষোভ

টোটো চালকদের নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখাল সিটু জঙ্গিপুর মহকুমা পরিবহন দফতরে সামনে। কয়েক শো টোটো চালক জমায়েত হয় এ দিনের বিক্ষোভে । টোটো চালাতে প্রতিটি টোটোতে রেজিষ্ট্রেশন ফি ১৬৪৫ টাকা করা হয়েছে। তাছাড়াও নানা ভাবে অত্যাচার চলছে বলে টোটোচালকদের অভিযোগ । মহম্মদপুরের টোটো চালক আব্দুর রহমান মন্ডল বলেন,” আগে টোটো সংসার চলত। এখন টোটো চালিয়ে সেভাবে আয় হচ্ছে না। ফলে অতটাকা দিয়ে রেজিষ্ট্রেশন করা সম্ভব হবে না। তাই ফি কমাতে হবে।” সিটু নেতা মোজাহারুল ইসলাম বলেন,”৫০০ টাকা রোজগার করতে ঘাম ছুটে যাচ্ছে টোটো চালকদের। রাস্তার অবস্থা বেহাল। ফলে টোটোতে ক্ষয়ক্ষতি বাড়ছে। কোথাও কোনো টোটো স্ট্যান্ড নেই । রাস্তায় যানজটের জন্য দায়ী করা হয় টোটোকে। কিন্তু বাস্তবে তা সত্যি নয়। আন্দোলন ছাড়া দাবি আদায় করা যায়।তাই এই বিক্ষোভ সমাবেশ।”