শামসেরগঞ্জের অনুপনগর স্বাস্থ্য কেন্দ্র নতুন সাজে সেজে উঠছে।দ্রুত শুরু হতে চলেছে একশ শয্যা যুক্ত জেনারেল চিকিৎসা পরিসেবা।তিনশ উনতিরিশ সহ চাইল্ড হাব।এতে উপকৃত হবে শামসেরগঞ্জ সহ পার্শ্ববর্তী রাজ্যের মানুষজন। সেই কাজ অগ্রগতি দেখার জন্য পরিদর্শনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ চিকিৎসা চিকিৎসক দল ও বিধায়ক।
অনুপনগরে উন্নত স্বাস্থ্য পরিষেবার প্রস্তুতি: পরিদর্শন করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও বিধায়ক।
By Editor Desk
Published On: November 19, 2025 11:00 am
