গোপন সূত্রের ভিত্তিতে শামসেরগঞ্জ থানার পুলিশ গতকাল রাত্রে নতুন ডাকবাংলা মোড়ে মালদার বৈষ্ণবনগর এর দুই বাসিন্দাকে আটক করে।তাদের ব্যাগ তল্লাশি করে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়।পুলিশ সুত্রে জানা গেছে তাদের নাম সোহেল রানা ও জারজিস ইসলাম।এদের বাড়ি মালদার কালিয়াচকের বৈষ্ণব নগরে।এদের সাত দিনের পুলিশের হেফাজতে চাওয়া হয়েছে আদালতের কাছে।
গোপন সূত্রে বিশাল সাফল্য! শামসেরগঞ্জে ২ কেজি হেরোইন সহ ধরা পড়ল মালদার ২ কুখ্যাত
By Editor Desk
Published On: November 19, 2025 2:16 pm
