অনুপ্রবেশে ধৃত ফের এক বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক কে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুপ্রবেশের সময় বিএসএফ ওই দু’জনকে আটক করে, পরবর্তীতে লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০ হাজার টাকা বাংলাদেশি নোট এবং একটি তারকাটা যন্ত্র। ধৃত বাংলাদেশি জালালুদ্দিন এবং লালগোলার বাসিন্দা সুখরুদ্দিন শেখ কে বুধবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
৫০ হাজার বাংলাদেশি নোট ও তারকাটা যন্ত্র সহ লালগোলায় ধৃত ২! অনুপ্রবেশে জালে বাংলাদেশি ও এক ভারতীয়
By Editor Desk
Published On: November 19, 2025 2:33 pm
