দিনের শেষে বৈঠক সারতে মুর্শিদাবাদের পৌঁছলেন পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, উপ নির্বাচন কমিশনার অভিনব আগরওয়াল ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। প্রায় ৪ টে নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে তারা সরাসরি চলে যান সার্কিট হাউসে। সেখানেই মধ্যাহ্ন ভোজন সারেন। জেলাশাসকের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সার্কিট হাউসের সভাকক্ষেই সভার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। তবে সাড়ে চারটে নাগাদ সভা শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৩০ মিনিট পর শুরু হয় সভা। তবে নির্ধারিত সময়ের অনেকটা আগেই জেলার প্রশাসনিক কর্তা থেকে বিভিন্ন মহকুমা শাসক ও বিডিওরা উপস্থিত ছিলেন সেখানে।
জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়ালের নেতৃত্বে মুর্শিদাবাদে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক
By Editor Desk
Published On: November 19, 2025 7:14 pm
