Home Jangipur Weather Gold Price Join
জঙ্গিপুর রাজ্য দেশ জেলা খেলা বিনোদন অন্যান্য

টাকার বিবাদ: সামশেরগঞ্জে গুলিবিদ্ধ যুবক, ভর্তি হাসপাতালে

টাকাপয়সার লেনদেন নিয়ে বিবাদের জেরে গুলি চলে বলে অভিযোগ। ওই ঘটনায় রবিউল শেখ নামে এক জন জখম হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুস সালামের কাছ থেকে রবিউল বেশ কয়েক হাজার টাকা ধার হিসেবে নিয়েছিল। বেশ কয়েক মাস কেটে গেলেও রবিউল সেই টাকা পরিশোধ করেনি। ক্ষুব্ধ হয়ে সালাম ও তার দলবল নিয়ে রবিউলের উপরে হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা চলছিল। সেই সময়ে আব্দুস সালাম গুলি চালায় বলে অভিযোগ।

রবিউলের দাদা ইশার শেখ বলেন, ‘ঘটনার সময়ে আমি দোকানে ছিলাম। পরে শুনতে পাই, আব্দুস সালাম ও আরও কয়েক জন এসে রবিউলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে একটি গুলি রবিউলের ডান হাতে কনুইয়ের নিচে লাগে। তাঁকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই রবিউল চিকিৎসাধীন রয়েছে।’আব্দুস সালামের বাবা কেতাবুল শেখ বলেন, ‘গুলি চালনার কোনও ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ। উল্টে রবিউল ও তার দলবল আব্দুস সালামকে মারধর করে। তাদের মারে গুরুতর জখম সালামকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।পুলিশ জানায়, আব্দুস সালাম ও রবিউলের মধ্যে টাকাপয়সা লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ওই বিবাদ বাঁধে। রবিউলের শরীরে বুলেটের ক্ষত নাকি ধারালো ছুরি হাতে আক্রমণ, পুলিশ খতিয়ে দেখছে। কারণ চিকিৎসক কোনও গুলি পাননি। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। দুইজনকে পুলিশ হেপাজত অবেদন জানানো হয়েছিল। ধৃত দুইজনকে বিচারক পুলিশ হেপাজত দেয়।