জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশের উদ্যোগে মাদকবিরোধী অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কাঁটাখালি এলাকায় হানা দেয় একটি বিশেষ পুলিশ টিম। ওই অভিযানে ৯৫ গ্রাম হেরোইনসহ রাহুল সেখ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি রঘুনাথগঞ্জ এলাকায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া হেরোইন উচ্চমানের যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান বলে জানা গেছে। ঘটনার পর রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়। বুধবার রাহুল সেখকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারীরা জানান, ধৃতকে জেরা করে জানা হচ্ছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এবং বড় কোনও মাদকপাচার চক্র সক্রিয় আছে কিনা। পুলিশ আরও জানায়, শুধু গ্রেফতারের মধ্যেই অভিযান সীমাবদ্ধ নয়। ঘটনার পর থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চলছে। মাদকবিরোধী এই অভিযান স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের আনাগোনা নিয়ে উদ্বেগ বাড়ছিল। পুলিশ জানিয়েছে, রাহুল সেখের বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়া গিয়েছে এবং প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রঘুনাথগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল হেরোইনসহ যুবক গ্রেপ্তা
By Editor Desk
Published On: November 26, 2025 6:02 pm
